অনলাইনে আয়ের তিনটি মাধ্যম Microworkers,Minuteworkers ও Rapidworkers (পরবেন কিন্তু)

আয় আয় এবং আয়।চারিদিকে খালি আয় ছড়িয়ে।কত চেষ্টা।কত আশা,কিন্তু বন্ধু রা বুঝিতে হবে এটা খুব সোজা না।যদি এতো সোজাই হতো তাহলে বাংলাদেশের মানুষের না খেয়ে পরে থাকতে হতো না।যাই হোক আসল কথায় আসি।আমার আজকের এই পোস্টের মূল বিষয় হলো আয় নিয়ে।আমি আজকে আপনাদের তিনটি মাধ্যম বলবো যার মাধম্যে আসলেও আয় করা সম্ভব।নিচে বিস্তারিত দিলাম:


Microworkers:এর মাধ্যমে যে আপনারা আয় করতে পারবেন এটা একদম নিশ্চিত।তবে কাজ করতে হবে।এরা অনেক ছোট ছোট কাজ দেয়।যেমন:রিভিউ লেখা,সাইন আপ করা,ইউটিউব এ সাবক্রাইব করা,কমেন্ট করা,ব্লগ রোলে তাদের লিন্ক বসানো ইত্যাদি।প্রতিদিন কমপক্ষে ১০ টি কাজ করুন।এরা সাধারণত রিভিউ লেখলেই বেশি টাকা দেয়।অনেক রিভিউ আছে যেটা লেখলে আপনারা পাবেন ২ ডলার বা আরো বেশি।সাইনাপ এ সাধারণত ০.১০ সেন্ট।প্রতিদিন ১০ টা কাজ করুন।কাজ করার প্রথম কয়েকদিন দেখবেন কোনো বেলান্সই নাই।১-২ দিন গেলে আস্তে আস্তে টাকা আয় হতে থাকবে।এরা Paypal,Moneybookers,Alertpay তে টাকা দিয়ে থাকে।সর্বনিম্ন ৯.০০ ডলার হলেই পে-আউট করতে পারবেন।তাই নিচের লিন্কে দিয়ে সাইট আপ করুন।

________________________________________
MinuteWorkers:ইহাও অনেকটা মাইক্রওায়রকার্স এর মতো।পেমেন্ট যে পাবেন তা একেবারে নিশ্চিত।তাছারাও এখানে আছে কয়েন গেম যা খেলে আপনি ভাগ্যে ১০-১২ ডলার ও আয় করতে পারেন।আবার টাকা কমও করে ফেলতে পারেন।ঠিক নাই :-/ ।কয়েন গেম খেলতে হলে আপনার মিনিমাম বেলেন্স ০.০৫ থাকতে হবে। এরা ১০.০০ ডলার হলেই পে করে।তবে আপনি চাইলে আরলি পেমেন্ট চেতে পারেন।এতে ২.০০ ডলার হলেই পে-আউট করতে পারবেন তবে ১০% টাকা কম পাবেন।মনে রাখবেন এখানে আপনাকে প্রতিদিন ১০ টা কাজ করতে হবে।তাহলে মাসে ১৫-২০ বা তারচে বেশি ডলার আয় করাটাও খুব একটা কঠিন না।

Link

________________________________________

Rapidworkers:সব সাইটের মতো এটা খুব একটা পরিক্ষিত না।তবে মেন হয় ভালই হবে।এটাও ঠিক Microworkers এর মতোই।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Please Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More