অনলাইনে আয় করা তো অনেক সোজা(!) , একটা ওয়েবসাইট বানাবেন কিছু কনটেন্ট দিবেন গুগোল এডসেন্স বা অন্য কোনো পাবলিশার প্রোগ্রাম লাগাইবেন ব্যাস লাখ লাখ টাকা ইনকাম
করবেন!!!-এরকম কথা শুনা খুব সহজ।কতো যায়গায় যে এগুলা শুনবেন।খবরদার পা দিবেন না এসব এর ফাদে।যে বলছে তার কিন্তু কিছুই হবে না যা যাওয়ার যাবে আপনারই।পৃথিবী তো এত সোজা না।আপনি সৎ ভাবে ব্লগিং করবেন আপনার টাকা আসবেই হাতে(না আসলেও লেগে থাকা ছাড়বেন না)।বিভিন্ন জায়গায় থিকা কপি করে (পোস্ট) নিজের সাইটে দিবেন রেজাল্ট কি? ১০০ তে ০।বুঝেছেন তো।তাই বলছি এখন ই সাবধান হউন।আপনি কপি করবেন বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন পোস্ট আর মনে করছেন গুগোল মামা আপনাকে ছেড়ে দিবে।নো ব্রাদার বিশ্বের ১ নম্বরে থাকা গুগোল আপনাকে ছাড়বে না।আপনার সেই পোস্ট যেইদিন চোখে পড়বে সেইদিন ই ক্যানচেল।
তাই বলছি:-
'ভাবিয়া করিও কাজ,করিয়া ভাবিও না'
ব্লগিং করে আর্নিং এর ক্ষেত্রে আমার সততা অনেক প্রয়োজন।আমি জানি আপনি বলবেন 'নিজে লেখা টা খুব কষ্টকর তাছাড়া নিজের লেখা কখনই ভালো হয় না'একবারও কি ভেবেছেন যার লেখা আপনি কপি করছেন সে কতো টা কষ্ট করে লিখেছে।নির্দিধায় আপনি দিলেন কপি করে।যায় হোক ব্লগিং কর আর্ন এর জন্য কিছু টিপস আপনাদের নিচে দিচ্ছি পড়ে দেখবেন আশা রাখছি ভালো লাগবে:-
- সবসময় মনোযোগ দিয়ে নিজে যা জানেন তা লেখবেন।আপনার কাছে কখনই আপনার লেখা ভালো লাগবে না তবে অন্যের ঠিকই লাগবে।
- আয় করতে চান তাহলে পাঠক কে নিজের শেষ সম্বলটুকু পর্যন্ত দিবেন।মনে রাখবেন কিছু পেতে হলে কিছু দিতে হয়।পাঠক এড ক্লিক করে আপনাকে হেল্প করবে আর আপনি বিভিন্ন লেখা লেখি করে বা, অন্য কিছু দিয়ে যেভাবেই হোক আপনার ভিসিটর কে সাহায্য করবেন তাকে অনুপ্রেরণা দিবেন।
- আমরা অনেকে আছি যারা সার ওয়েবসাইট জুড়ে এড দিয়ে থাকি (যেমন আমি নিজেও আগে দিতাম এখন এসব বাদ দিয়েছি)।আপনি মনে করবেন এতে আপনার লাভ হবে খুব?ভুলে যান এসব।এড এর জন্য নির্দিষ্ট একটি জায়গা রাখুন।সেই জায়গায় শুধু এড দিবেন।আর অন্য কথাও না।
- ব্লগিং করবেন ঠিকই কিন্তু সেটা টাকার জন্য নয় সবসময় মনে করবেন যে আমি টাকার জন্য ব্লগিং করছিনা।
- মনোযোগ দিয়ে ব্লগিং করবেন।ব্লগিং করার সময় অন্য কিছু মাথায় রাখবেন না।
- কখনো পাঠককে(ভিসিটরকে) বলবেন না এড ক্লিক করতে বা, এ জাতীয় কিছু করতে।
\\ Bye Bye //
*
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
Please Comment